২০২৫ নতুন বছর, নতুন আশা


অনেক ঘাত প্রতিঘাত এর মধ্যে দিয়ে এই বছর শেষ হলো।

ব্যক্তিগত থেকে শুরু করে, বাংলাদেশ আর ফিনল্যান্ড এর ও অনেক পরিবর্তন হয়েছে।

আগের কি খারাপ হয়েছে তা বলে সময় নষ্ট করার মানে হয় না। সবার নিজের সমস্যা নিয়ে সবাই ব্যস্ত।খারাপ যাই হোক কিন্তু অনেক ভালোও হয়েছে।

নতুন কাজে, ভালো ফলাফল এর জন্য স্থায়ী হয়েছি।

অবশেষে শহর পরিবর্তন করেছি আর আমার বৌ কে আমার কাছে এনেছি।

আমার গাড়ি চালানোর দক্ষটা অনেক ভালো হয়েছে।

ফিনল্যান্ডের অনেক শহর ঘুরেছি।

আমার নামাজ পরার অভ্যাস ফিরে পেয়েছি।

সত্যি বলতে ,খারাপ এর থেকে ভালো হয়েছে বেশি।

আশা করি আপনাদেরও তাই হয়েছে।

যদি না হয়, আশা করি ২০২৫ আপনাদের ভাল হবে।

সবাইকে নতুন বছর এর শুভেচ্ছা ।

No comments

Powered by Blogger.